পত্রিকার হকার পরিবারকে মামলা দিয়ে হয়রানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে পত্রিকার প্রবীণ হকার মাহবুবুর রহমান ও লুৎফুর রহমানকে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে খোরশেদ আলম নামে এক আইনজীবীর বিরুদ্ধে। এ নিয়ে পরিবারটি চরম আতঙ্কে আছে।

মঙ্গলবার এ ঘটনায় হয়রানি রোধ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হকার লুৎফুর রহমান একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারীরা লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে এবং চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ও চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য। তারা চট্টগ্রামের দেওয়ানহাট সংলগ্ন সুপারিপাড়ায় ভাড়া বাসায় থাকেন। মাহবুবুর রহমান ৩০ বছর ও লুৎফর রহমান ১৫ বছর এ পেশায় সম্পৃক্ত।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার দূর্গাপুর গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন থেকে মাহবুবুর ও লুৎফুর সঙ্গে লক্ষ্মীপুর জেলা আদালতের আইনজীবী খোরশেদ আলম ও তার পরিবারের বিরোধ চলে আসছে। এ ঘটনায় ২০০৮ সাল থেকে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা হয়। ওই মামলাটি খোরশেদ আলম উচ্চ আদালতে স্থগিত করে রেখেছেন। এদিকে গত দেড় বছর ধরে খোরশেদ আলম জোরপূর্বক হকারদের ১৫ শতাংশ জমি দখল করে আছে। সেখান থেকে তিনি ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছও কেটে নিয়েছেন। ওই জমিটি ওই আইনজীবী রেজিস্ট্রি করার জন্য পাঁয়তারা করছেন বলে হকারদের অভিযোগ।

সবশেষ ২৮ আগস্ট খোরশেদ আলম বাদী হয়ে দুই সহোদরের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলাটি পরদিন চন্দ্রগঞ্জ থানায় লিপিবদ্ধ হয়েছে। এতে এক লাখ টাকার চাঁদার দাবি, একটি মোবাইল সেট ও মানিব্যাগ নিয়ে অভিযোগ আনা হয়।

হকার লুৎফুর রহমান বলেন, আমরা শুধু ঈদের ছুটির সময় গ্রামের বাড়িতে আসি। এ সুযোগে খোরশেদ জোরপূর্বক আমাদের জমি দখল করে নিয়েছে। এখন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমি হয়রানি রোধ ও সুষ্ঠু তদন্তের দাবি করছি।

অভিযোগের বিষয়ে আইজীবী খোরশেদ আলম বলেন, আমি যে মামলা করেছি এটি সত্য। তাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করা হয়নি।

কাজল কায়েস/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।