হরিণ শিকার : জাপার কেন্দ্রীয় নেতার জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

হরিণ শিকার মামলার আসামি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক সাত্তার মোড়ল জামিন পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের প্রার্থনা জানালে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

জামিনের পর জাতীয় পার্টির নেতা শিল্পপতি সাত্তার মোড়ল জাগো নিউজকে বলেন, সামনে সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তায় কারণে রাজনৈতিক প্রতিপক্ষ হরিণ শিকার মামলায় আমার নামটি যুক্ত করে দেয়। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন।

সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, শুনানি শেষে হরিণ শিকার মামলার আসামি জাপার কেন্দ্রীয় নেতা সাত্তার মোড়ল জামিন পেয়েছেন।

শ্যামনগর থানা পুলিশের ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি এখনো জানি না। আদালত থেকে এখনো কোনো কাগজপত্র পাইনি।

গত ৯ জুলাই সুন্দরবনে জবাই করা হরিণসহ দুই হরিণ শিকারি গ্রেফতারের ঘটনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাত্তার মোড়লসহ তিনজনের নামে সাতক্ষীরার শ্যামনগর থানায় মামলা হয়। শ্যামনগর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর থেকে জাতীয় পার্টির এই নেতা পলাতক ছিলেন।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।