চোরের ঘরের মাটি খুঁড়ে মিলল ১০ ভরি স্বর্ণালংকার
লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী সুমন মজুমদারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে। এ সময় চোরের বসত বাড়ির মাটি খুঁড়ে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা টুমচর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত নাহিদকে আটক ও মালামাল উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, গত শনিবার (১ সেপ্টেম্বর) রাতে সুমন মজুমদারের ঘরের চালের টিন খুলে নাহিদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সুমন মজুমদার থানায় লিখিত অভিযোগ করেছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চোরকে আটক করা হয়।
এ সময় তার বসত ঘরের মাটির নিচে পুঁতে রাখা চুরি করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। অভিনব কায়দায় এই চুরির ঘটনা সে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
আটক নাহিদ সদর উপজেলার টুমচর এলাকার মো. মিজানের ছেলে।
কাজল কায়েস/এফএ/পিআর