হাতিয়ায় অস্ত্রসহ ৭ জলদস্যু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮
ছবি-প্রতীকী

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অস্ত্রসহ সাত জলদস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ছয়টি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি ও পাঁচটি রাম দা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- নেছার, সাহাব উদ্দিন, হেলাল উদ্দিন, জামশেদ হোসেন, বাহার উদ্দিন, বেলাল হোসেন, মাহমুদুল হক। তাদের বাড়ি হাতিয়ার বিভিন্ন এলাকায়।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মাহবুবুল আলম শাকিল জানান, মঙ্গলবার রাতে উপজেলার চর কিং ইউনিয়নে ব্রিজবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ হাতিয়ার বিভিন্ন এলাকায় ডাকাতি করছে। এছাড়া তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করার পর হাতিয়া থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

মিজানুর রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।