সাতক্ষীরায় ৯ মাদরাসা শিক্ষক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

সাতক্ষীরা সদর উপজেলার বকচরা মাদরাসার ৯ শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাদরাসায় গোপন বৈঠককালে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন- মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা আব্দুস সামাদ, গোলাম সরোয়ার, হাফিজুর রহমান, আবুল খায়ের, মোজাম্মেল হক, মোজাফফর হোসেন, আজম ফারুক ও আবদুল হামিদ।

আটকদের মধ্যে মাওলানা শাহাদাত হোসেন সাতক্ষীরা সদর পশ্চিম জামায়াতের সাধারণ সম্পাদক ও মওলানা আব্দুস সামাদ আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের আমির। আটকরা সকলেই ওই মাদরাসার শিক্ষক।

মাদরাসার সুপার রমজান আলী জানান, গত ১ এপ্রিল তিনি ওই মাদরাসায় যোগদান করেছেন। আটকদের কেউ জামায়াত করেন কি-না জানা নেই।

সাতক্ষীরা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, জামায়াতের গোপন বৈঠক চলছে- এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ৯ শিক্ষককে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।