নির্বাচনকালীন সরকার সংবিধান অনুযায়ী হবে : ডেপুটি স্পিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, নির্বাচনকালীন সরকার সংবিধানের বিধান অনুযায়ী গঠন করা হবে। শেখ হাসিনার অধীনেই বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কে কী ভয় দেখালো, কে নির্বাচনে অংশগ্রহণ করবে আর কে নির্বাচনে অংশগ্রহণ করবে না- তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না।

বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের উদয়ন ডিগ্রি মহিলা কলেজ চত্বরে শিক্ষার মানোন্নয়নে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, এদেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছে যারা দেশের মানুষের কাছে ভোট না চেয়ে বিদেশি প্রভুদের কাছে গিয়ে ধর্না দেন যে ভোটটা বন্ধ করে দেন। আমরা কিভাবে নির্বাচিত হতে পারবো তার ব্যবস্থা করেন। জননেত্রী শেখ হাসিনা বিগত নির্বাচনে যেমন তাদের কাছে মাথা নত করেননি, এমনকি বিশ্বের অনেক ক্ষমতাধর শক্তির কাছেও মাথা নত করেননি। এবারের নির্বাচনেও তিনি নিশ্চয়ই কোনো ধরনের বক্তব্যের প্রতি কোনো প্রকার মাথা নত করবেন না।

সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম টলষ্টয়, ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু প্রমুখ।

অনুষ্ঠানে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রওশন আলম পাপুল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।