র‌্যাবের হাতে মদসহ ২ রাখাইন ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

পটুয়াখালীর মহিপুর উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়াআমখোলাপাড়া থেকে ৪৪২ লিটার চোলাই মদসহ ২ রাখাইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- মহিপুর থানাধীন গোড়াআমখোলাপাড়া উংথাছি রাখাইনের ছেলে অংছান (৪৫) ও কুয়াকাটা পঞ্চায়েত পাড়ার চোম্যায়া রাখাইনের ছেলে মংচোমিন (২২)।

রোববার দুপুরে র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সকালে ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খানের নেতৃত্বে মহিপুর থানাধীন গোড়াআমখোলাপাড়াস্থ রাখাইন পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় অং ছান ও মংচোমিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক অংচানের বসতবাড়ি তল্লাশী করে ৪৪২ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ বিষয়ে মহিপুর থানায় একটি মাদক মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কাজী সাঈদ/ আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।