আবারও রাজবাড়ীতে নদীর তীর প্রতিরক্ষা বাঁধে ধস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

পর পর দুই বার প্রায় ২০০ মিটার রাজবাড়ী গোদার বাজার ধুনচী এলাকার পদ্মা নদীর তীর প্রতিরক্ষা বাঁধ ধসের পর আবারও প্রায় ১০০ মিটার ধসে গেছে। রোববার সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধুনচী পূর্বপাড়া এলাকা সংলগ্ন এলাকায় তীর প্রতিরক্ষা বাঁধে এ ধস দেখা দেয়।

RAJBARI-BAD-DOS

এলাকাবাসী জানান, বাঁধ হবার পর ৪ থেকে ৫ বছর কোনো ভাঙন ছিল না। কিন্তু শুকনো মৌসুমে নদীতে ড্রেজিং করার পর এবার ভাঙতে শুরু করেছে। গত দুই সপ্তাহে গোদার বাজার ধুনচী পূর্বপাড়া এলাকার তীর প্রতিরক্ষা বাঁধে পর পর তিনবার ভাঙন দেখা দিলো। সকাল থেকেই ভাঙন এলাকার ৮ থেকে ১০টি বাড়ি সরিয়ে নেয়া হয়েছে। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আর এমনভাবে ভাঙতে থাকলে এক সপ্তাহের মধ্যে রাজবাড়ী শহর রক্ষা বাঁধে গিয়ে ভাঙন ঠেকবে। তবে ভাঙনের মূল কারণ হিসেবে ড্রেজিং বলে অভিযোগ করেছেন তারা।

জানা যায়, গত ২৬ আগস্ট গোদার বাজার এলাকার এনএলজি ইটভাটা সংলগ্ন এলাকা ও চলতি মাসের ৪ সেপ্টেম্বর গোদার বাজার অবকাশ কেন্দ্র বন্ধন সংলগ্ন এলাকায় তীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার নদী গর্ভে বিলিন হয়ে যায়। ইতোমধ্যে ওই ভাঙন রোধে বালুর বস্তা ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

RAJBARI-BAD-DOS

রাজবাড়ী সদর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, সকালে হঠাৎ করেই নদীর তীর প্রতিরক্ষা বাঁধে তৃতীয়বারের মতো ধস দেখা দিয়েছে। দুপুর পর্যন্ত প্রায় ৯০ মিটার এলাকা ধসে গিয়েছে। তবে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে অন্য স্থানের বালুর বস্তা এনে ভাঙনস্থানে ফেলা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৪০০ বস্তা ফেলা হয়েছে এবং বস্তা ভর্তির কাজ চলছে। কাজ শেষে আরও বস্তা ফেলা হবে। এর আগে গোদার বাজার এলাকার প্রতিরক্ষা বাঁধের ৫০ ও ৭০ মিটার এলাকা পৃথকভাবে ধসে গিয়েছে। ভাঙন রোধে ওইসব স্থানে বালুর বস্তা ফেলার কাজ চলছে।

রুবেলুর রহমান/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।