মাগুরায়ও হেলমেট ছাড়া তেল নয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাগুরায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্পগুলোতে নোটিশ টানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর আগে ঢাকাসহ বিভিন্ন বড় বড় শহরগুলোতে একই ঘোষণা দেয়া হয়।

রোববার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে ওই সভায় মাদক, চোরাচালান, নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসন কর্তৃক এধরনের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় মাগুরার সুশীল সমাজ ও ছাত্র সমাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন।

মো. আরাফাত হোসেন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।