সারাদিন খোঁজাখুঁজির পর ডোবায় মিলল মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:০৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে গোপাল চন্দ্র ঘোষ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ঝড়গাছা গ্রামের দুলালের বাঁশ বাগানের ডোবার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গোপাল চন্দ্র ঘোষ ঝড়গাছা গ্রামের নাইতো চন্দ্র ঘোষের ছেলে।

ধানদিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জোসেফ জানান, রোববার রাতে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন গোপাল। রাতে কোনো এক সময়ে তিনি ঘর থেকে বেরিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। সকালে ঘুম থেকে উঠে কেউ তাকে পায়নি। দিনব্যাপী খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে সন্ধ্যার পর বাড়ির পার্শ্ববর্তী দুলালের বাঁশ বাগানের ভেতরে ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. অপু সরোয়ার জাগো নিউজকে বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।