সাপের কামড়ে ২ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- রমিশা (৩৫), জায়েদ হাসান দিপু (৭)। জেলার হরিপুরে ও পীরগঞ্জ উপজেলার নারায়নপুর এলাকায় সোমবার রাতে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে পীরগঞ্জ উপজেলার নারায়নপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ছাত্র জায়েদ হাসান দিপুকে নিজ বাড়ির শয়ন কক্ষে বিষাক্ত সাপ কামড় দেয়। পরে বাড়ির লোকজন দিপুকে প্রথমে ওঝা কাছে নিয়ে ঝাঁড় ফুক করায়। এতে কাজ না হলে রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে হরিপুরে ওই রাতে রমিশা গোয়াল ঘরে ঢুকে গরুকে খাবার দিতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ওই উপজেলার বকুয়া ইউনিয়নের গজ-ডুমডাঙ্গী গ্রামের শফিউদ্দিনের স্ত্রী।
ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ও রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান সাপের কামড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মো. রবিউল এহসান রিপন/আরএ/পিআর