গরু ব্যবসায়ীকে মারধর, মান্দায় দুই গ্রাম পুলিশ বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

নওগাঁর মান্দা উপজেলার সতিহাটের গরু ব্যবসায়ী আতাব উদ্দিনকে অন্যায়ভাবে মারধরের অভিযোগে দুই গ্রাম পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) হাফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেইসঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় দুলাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। দুলাল হোসেন উপজেলার বড়পই মন্ডল পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

বরখাস্ত দুই গ্রাম পুলিশ হলেন, গনেশপুর ইউনিয়নের গ্রাম পুলিশ খোরশেদ আলম (৩৫) ও আমিনুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হাটের মধ্যে গরু ব্যবসায়ী আতাব উদ্দিনকে কয়েকজন যুবক ও ওই দুই গ্রাম পুলিশ মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ ওই গ্রাম পুলিশদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন।

উত্তেজনা ছড়িয়ে পড়লে মান্দা সার্কেলের এসপি, থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান। পরে জনগণের দাবির প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত করতে দুই গ্রাম পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুলাল হোসেন নামে এক যুবকে আটক করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্বাস আলী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।