প্রধানমন্ত্রীর কবর খোড়া সেই মোকছেদ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৫০ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী কবর খুড়ে নৈরাজ্য সৃষ্টিকারী মোকছেদ আলী ওরফে খোকাকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোকছেদ দেবহাটার পুষ্পকাটি গ্রামের মৃত কিয়ামদ্দিন গাজীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ অর্ধ ডজন মামলা রয়েছে।

সাতক্ষীরার দেবহাটা থানার এসআই ইয়ামিন হোসেন জানান, গ্রেফতার মোকছেদ আলীর বিরুদ্ধে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের নৈরাজ্য নাশকতা ও আগুন সন্ত্রাসে সক্রিয় অংশগ্রহণ, রাস্তা কাটা, গাছ কাটা, মানুষ হত্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী কবর খুড়ে সেখানে উল্লাস করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।