মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেফতার
ছবি-প্রতীকী
মেহেরপুরে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলীসহ (৫২) বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বাগোয়ান মোড়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৭টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, বাগোয়ান মোড়ে মিটিং করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরেই তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ বলেন, মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে।
আসিফ ইকবাল/আরএ/আরআইপি