ফেনীতে বিএনপি নেতা গাজীসহ ৭ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ফেনীর সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষের মামলায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিকসহ সাতজন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন- শামীম হোসেন, ইমাম, আবু ইউসুফ, একরাম হোসেন। বাকি দুই জনের নাম জানা যায়নি।

আসামিপক্ষে আইনজীবী ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী গাজী জানান, চলতি বছরের ২০ জুলাই রাত ৩টার দিকে সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। পরদিন গাজী মানিকসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আসামি করে পুলিশ মামলা দায়ের করে। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনের পর বৃহস্পতিবার নিম্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান জামিন না মঞ্জুর করে গাজী মানিকসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।