৬ ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলেন এমপি নিজাম হাজারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ফেনীতে ছয় ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বৃহস্পতিবার শহরের কলেজ রোড়স্থ আপ্যায়ন টাওয়ারের সামনে থেকে তাদের আটক করে পুলিশে দেন তিনি।

আটকরা হলেন- মো. শাহিন (১৯), মো. সুজন (২০), তুহিন (১৯), সাগর মোল্লা (১৯) ও শারমিন আক্তার (১৫)। অপরজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরতলীর কাজীরবাগের এক রাজমিস্ত্রী ছিনতাইয়ের কবলে পড়ার খবর শুনে এমপি নিজাম উদ্দিন হাজারী ওই রাজমিস্ত্রীকে নিয়ে পুনরায় ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে তিনি ওই ছয়জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়রা আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত কলেজ রোডে মানুষকে হয়রানি ও ছিনতাই করে সর্বস্ব লুটে নিচ্ছে। এতদিন ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।