যৌন উত্তেজক সিরাপসহ ঝালকাঠিতে ডিবির হাতে আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ১৮০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- শহরের আমতলা গলির সতীনাথ দাসের ছেলে ব্যবসায়ী সৌরভ দাস ও তার সহযোগী সূর্য দাসের ছেলে শুভ দাস।

jhalakati

ডিবি পুলিশ পরিদর্শক (ওসি) মো. শফিউল্যাহ জানান, পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আটকদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের দণ্ড প্রদান করেন। আসামিরা তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেছেন।

যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ঘটনাস্থল সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আতিকুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।