বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি : বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বিএনপির এমপি, মন্ত্রী ও নেতারা বলেছেন তাদের আমলে সুশাসন ছিল। তাদের সেই সুশাসনে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের আমলে মানুষ শন্তিতে ও নিরাপদে আছে। দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হচ্ছে।

শুক্রবার বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে মজুচৌধুরীরহাটে নৌ-বন্দরের কাজ ও লক্ষ্মীপুর থেকে ঢাকা লঞ্চ সার্ভিস চালু হবে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাকসুদ কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. কামালুর রহিম সমর।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।