জুয়ায় বাধা দেয়ায় মা-মেয়েকে মারধরের অভিযোগ
নীলফামারীর ডিমলায় জুয়ার ক্লাব করতে বাধা দেয়ায় এক বছরের মেয়েসহ ফারজানা বেগম (২৪) নামে এক নারীকে ঘরে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) গয়াবাড়ী ইউনিয়নের তিস্তার বাঁধ সংলগ্ন এলাকায় বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
পুলিশ ও স্থানীয়ারা জানায়, জুয়াড়িরা আব্দুল মান্নানের বসতবাড়ির কাছে ক্লাব তৈরি করতে গেলে আব্দুল মান্নানের স্ত্রী ফারজানা তাতে বাধা দেন। এতে স্থানীয় বখাটেরা ফারজানা ও তার সন্তানকে অবরুদ্ধ করে মারধর করে। মা ও মেয়ে বর্তমানে ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আব্দুল মান্নান পুলিশের কাছে সাক্ষ্য দিলে জুয়াড়িরা তার বসতবাড়ির উঠানে ক্লাব ঘর তৈরি করতে যায়। এ ব্যাপারে আব্দুল মান্নানের ভাই বাদী হয়ে ইব্রাহিম আলীসহ ৮ জনকে আসামি করে ডিমলা থানায় অভিযোগ করেছেন।
ডিমলা থানার ওসি মফিজ শেখ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সাক্ষী প্রমাণ সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এফএ/এমএস