বড়াইগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাটাশকোল গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটে।

র‌্যাবের দাবি, নিহত সিরাজউদ্দিন বড়াইগ্রাম উপজেলার অন্যতম শীর্ষ মাদক বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় চারটি মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি উপজেলার বালিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের গুলির একটি খালি খোসা, একটি ম্যাগজিন, ৫৩০ পিস ইয়াবা, ৩২০৫ টাকা, একটি চার্জার টর্চলাইট, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের একটি টহল দল রাতে উপজেলার বিভিন্ন এলাকা টহল শেষে নাটোর ফিরছিল। পথে কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় পৌঁছলে কিছু লোকের আনাগোনা দেখে তাদের সন্দেহ হয়।

এ সময় র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করেন। র‌্যাবও পাল্টা গুলি করে।

পরে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ একজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বড়াইগ্রাম থানা পুলিশ মরদেহটি এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা সিরাজউদ্দিনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।