কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মিভূত


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১২ আগস্ট ২০১৫

কুড়িগ্রাম শহরের সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি কাপড়েরর দোকান, ১টি আবাসিক হোটেল ভস্মিভূত হয়েছে। বুধবার ভোরের এ অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট টানা ৩ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান ঘর আগুনে পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আনুমানিক ভোর ৪টার দিকে আগমনি ক্লথ স্টোর অথবা নাসির গেঞ্জি স্টোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানগুলোতে কাপড় ও স্যান্ডেল থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মালামাল সড়ানোর কোনো সুযোগ পায়নি কাপড় ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে সবকিছু ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুড়িগ্রাম সদরের ২টি ইউনিট, নাগেশ্বরী ও উলিপুরের ১টি এবং লালমনিরহাট জেলার ২টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট আগুন নেভাতে সহযোগিতা করে।



এ ব্যাপারে কাপড় ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রওশন আলী রিন্টু জানান, আগমনি ক্লথ স্টোর ,নাসির গেঞ্জি স্টোর, শামীম ক্লথ স্টোর, চিশতি ক্লথ স্টোরসহ প্রায় ২০টি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। ব্যবসায়ীদের প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সিরাজুল ইসলাম তরফদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে নাগেশ্বরী ও উলিপুর, লালমনিরহাট থেকে আরো ৪টি ইউনিট এসে যোগ দেয়। ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।



কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) এহতেশাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা  ঘটেনি। তবে সেখানে চুরি-লুটপাট ঠেকানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাজমুল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।