মুক্তি মিলছে না ৪ ভিনদেশির


প্রকাশিত: ০৪:৩০ এএম, ১২ আগস্ট ২০১৫
ফাইল ছবি

সাজার মেয়াদ শেষ হলেও আইনী জটিলতায় পড়ে নিজ দেশে ফিরতে পারছেন না বান্দরবান জেলা কারাগারে থাকা চার ভিনদেশি নাগরিক। এদের মধ্যে তিনজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক।

এরা হলেন, ভারতের লাতুর জেলার চাকুর থানার মুখিন ভবপ্রের ছেলে সিবাজী, নদীয়া জেলার কল্যাণী থানার যোগেশ মিস্ত্রির ছেলে তপন হারানী নম, বিহারের গোপালগঞ্জ থানার রাজেস্বী বিহারীর ছেলে শ্রী গৌবিন্দ বিহারী এবং মিয়ানমারের আকিয়াব জেলার বুচিদং থানার আবু শামার ছেলে মো. রফিক ।

বান্দরবান জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৯৪৬ এবং ১৯৫২ সালের বৈদেশিক নাগরিক আইনের যথাক্রমে ১৪ ধারা এবং ৪ ধারা অনুযায়ী ভারত ও মিয়ানমারের ওই চার নাগরিককে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।

কারা সূত্র জানায়, ভারতের শ্রী গৌবিন্দ বিহারী এবং তপন হারানী নমর সাজার মেয়াদ ২০১৩ সালের ২৪ অক্টোবর শেষ হয়। একই দেশের সিবাজীর সাজা শেষ হয় গত ৯ এপ্রিল এবং মিয়ানমারের নাগরিক মো. রফিক এর সাজার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল। সাজা শেষ হওয়ার পর যাতে বন্দিরা নিজ নিজ দেশে ফিরে যেতে পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয় ।

কারা সূত্রে আরো জানা যায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে আইন প্রয়োগকারী সদস্যদের হাতে গ্রেফতার হওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর পরই কারা কর্তৃপক্ষ বিদেশি নাগরিকের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। সাজা হওয়ার পরও কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তা অবহিত করে থাকে।

কারা কর্তৃপক্ষ বলছে, সাজার মেয়াদ শেষ হলেও ভিনদেশি বন্দিদের মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের সাড়া পাচ্ছেন না কারা কর্তৃপক্ষ ।

বান্দরবান জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার গোলাম মোরশেদ বলেন, শাস্তির মেয়াদ শেষ হলেও ভিনদেশিদের মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের দূতাবাস তাদের গ্রহণ করলেই তাদের কারাগার থেকে মুক্তি দেয়া যায় ।

তিনি আরো বলেন, বিষয়টি বার বার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। কিন্তু মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় ভিনদেশিদের মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না ।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।