রেলের ২৫শ লিটার চোরাই তেলসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:২৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

নাটোরে অভিযান চালিয়ে রেলের তেল চোর চক্রের তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় চুরি করা ২৫শ ৩০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে লালপুর উপজেলার আজিমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন, একই উপজেলার বাউরা গ্রামের আজাহার আলীর ছেলে মকবুল হোসেন, কালুপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল ও সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মঙ্গলবার গভীর রাতে রাতে লালপুর উপজেলার আজিমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়।

এ সময় ট্রেন থেকে চুরি করা ২৫শ ৩০ লিটার চোরাই তেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধারকৃত চোরাই তেলসহ তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।