শিশু আকিফা হত্যা : দুই দিনের রিমান্ডে বাসচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

কুষ্টিয়ার বহুল আলোচিত সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আকিফা হত্যা মামলার প্রধান আসামি বাসচালক মহিত মিয়া ওরফে খোকনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুর ১২টায় মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই সুমন কাদেরী সিনিয়র জুডিশিয়াল প্রথম আদালতে মহিত মিয়ার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আদালতের বিচারক এম এম মোর্শেদ শুনানি শেষে আসামির ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মুহিত মিয়া চাঞ্চল্যকর শিশু আকিফা হত্যা মামলায় কুষ্টিয়া কারাগারে রয়েছেন।

এর আগে ১২ সেপ্টেম্বর ফরিদপুর জেলার সদর উপজেলার বঙ্গেশ্বরদী এলাকা থেকে চালক মহিত মিয়াকে গ্রেফতার করেছিল কুষ্টিয়া র্যাব।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস শহরের চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। সেসময় থেমে থাকা বাসের সামনে দিয়ে শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্ন ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে দেন। বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয় আকিফা। বাসের ধাক্কায় রিনা বেগমও আহত হন। এরই মধ্যে বাসটি দ্রুত পালিয় যায়।

৩০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকিফা। পরে এ দুর্ঘটনার সিসি টিভির ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

আকিফার বাবা হারুন উর রশীদ ওই দিন রাতে কুষ্টিয়া মডেল থানায় বাসচালক ও মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ তা ৩০৪ ধারায় নথিভুক্ত করেন।
পরবর্তীতে শিশু আকিফা মৃত্যুর ঘটনার দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন কাদেরী গত ১১ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এমএম মোর্শেদের আদালতে হাজির হয়ে আকিফাকে বাসচাপা ও মৃত্যুর জন্য চালক ও মালিককে দায়ী করে তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করে মামলাটি ৩০২ ধারায় (হত্যা মামলা) সংযোজন করার আবেদন জানালে বিজ্ঞ আদালতে তা মঞ্জুর করেন। একইসঙ্গে আগের দিন জামিন পাওয়া বাসচালক ও মালিকের জামিন আদেশ বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আল-মামুন সাগর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।