স্মার্টওয়াচ না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
স্মার্টওয়াচ না পেয়ে অরবিন্দু রায় (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। সোমবার রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অরবিন্দু রায় ওই গ্রামের বোজেন্দ্র নাথের ছেলে। সে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল চলাকালীন মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকলেও স্মার্টওয়াচ ব্যবহার করত অরবিন্দু রায়। সোমবার ক্লাস চলাকালীন স্মার্টওয়াচ বেজে ওঠে। পরে স্কুল শিক্ষিকা স্মার্টওয়াচটি কেড়ে নিয়ে তার পরিবারকে জানান। এ ঘটনায় অরবিন্দুর পরিবার তাকে বকাঝকা করেন।
ওইদিন রাতে অরবিন্দুকে বাড়িতে রেখে তার বাবা-মা পাশের মন্দিরে যান। এ সুযোগে অরবিন্দু গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় তার পরিবার কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়।
রবিউল হাসান/এএম/এমএস