চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল দুইজনের
ফাইল ছবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার বিকেল ৫টার দিকে বৃষ্টির সঙ্গে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার শিয়ালমারী গ্রামের আবুল কাশেম (৫৫) উথলি ঈদগাহতলার বিলে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
পাশাপাশি উপজেলার গোয়ালপাড়ার গ্রামের আতিকুল ইসলাম ছেলে আশাবুল হককে সঙ্গে নিয়ে জলাশয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ছেলে আশাবুল ঘটনাস্থলেই মারা যান। সেই সঙ্গে আতিকুল ইসলাম আহত হন। আহত আতিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সালাউদ্দীন কাজল/এএম/এমএস