নাটোরে চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব শুরু
ভালো কিছু না দেখলে আমরা ভুল করব আর ভুল করলে প্রায়শ্চিত্ত করতে হবে সকলকে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অসাম্প্রদায়িক সমাজ তৈার করব না জঙ্গিবাদকে লালন করব। আমরা যদি ভুল করি তাহলে এই সমাজ অন্ধকারে তলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর শহরের কানাইখালী মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নাটোর শাখার উদ্যোগে চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব কমিটি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‘সংস্কৃতির শেকড় সন্ধানে-আঞ্চলিক ঐতিহ্যের মেলবন্ধনে’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনের এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল হক বাবুলসহ অন্যান্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
তিন দিনের এই সাংস্কৃতিক উৎসবে রাজশাহী বিভাগের নাটোরসহ ৮টি জেলা অংশ নিচ্ছে। এসব জেলার শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে তিন দিনের উৎসবে নাটক, সঙ্গীত, গম্ভীরা, বারসিয়া, আবৃত্তি, যাত্রা ও নৃত্য পরিবেশন এবং সংস্কৃতি বিষয়ে আলোচনা সভার আয়োজন রয়েছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস