অভাবের তাড়ায় ফাঁস দিলেন কৃষক
রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালি থানায় মনসুর রহমান (৪৩) নামে এক কৃষতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে হরিয়ান পূর্বপাড়া এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনসুর রহমান ওই এলাকার মৃত এমাজ উদ্দীনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, মনসুর একজন প্রান্তিক কৃষক ছিলেন। ধারণা করা হচ্ছে অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, রোববার রাতের কোনো এক সময় নিজ বাড়ির অদূরে নির্জন আমবাগানে গলায় ফাঁস দেয় মনসুর। সোমবার সকালে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা খবর দেয়। পরে কাটাখালি থানার পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এবিষয়ে নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/পিআর