সুষ্ঠু নির্বাচনের যে ব্যবস্থা আছে, এর চেয়ে ভালো ব্যবস্থা সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০১ অক্টোবর ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশে বর্তমানে যে ব্যবস্থা আছে, এর চেয়ে উত্তম ব্যবস্থা করা সম্ভবপর নয়।

সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনে না এলে দল হিসেবেই তাদের অস্তিত্ব থাকবে না। আর বিএনপি নির্বাচনে আসা না আসা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়।

সভায় আরও উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও অর্থমন্ত্রীর ছোটভাই ড. একে মোমেন, সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

ছামির মাহমুদ/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।