নারায়ণগঞ্জে জেএমবির ৩ সদস্য আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০১ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারীসহ জেএমবির ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব ১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব ১১ এর অধিনায়ক (সিও) কমান্ডার রাসেল আহমেদ কবির এ তথ্য জানান।

এর আগে রোববার রাতে সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকার ও ঢাকা ডেমরার পশ্চিম হাজীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের কাউনিয়া এলাকার রেজাউল করিম (২৮), বরিশালের বাকেরগঞ্জের জহিরুল ইসলাম পলাশ (২৭) ও চাঁদপুরের ফরিদগঞ্জের শাহনাজ আক্তার ওরফে সাদিকা ওরফে শাহানা (২৫)। আটকদের কাছ থেকে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ছুরি, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব ১১ এর অধিনায়ক (সিও) কমান্ডার রাসেল আহমেদ কবির জানান, গোপন বৈঠকের সংবাদে প্রথমে সিদ্ধিরগঞ্জ থেকে রেজাউল ও পলাশকে আটক করা হয়। এসময় রেজাউলের কাছ থেকে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ওই নারীকে আটক করা হয়।

হোসেন চিশতী সিপলু/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।