১৯শ’ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছিলেন সিরাজুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

ঝিনাইদহে র‌্যাব-৬ অভিযান চালিয়ে ১৯শ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মালবাহী একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব।

রোববার ভোররাতে যশোর-ঝিনাইদহ- মাগুরা সড়কের ভোমরাডাঙ্গা নামক স্থান থেকে এসব উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম সিরাজুল ইসরাম। তিনি যশোরের ঝিকরগাচা থানার বায়সা চাঁদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

রোববার দুপুরে র‌্যাব-৬ তাকে নিয়ে তাদের কার্যালয়ে এক প্রেসব্রিফিং করে। কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম চেকপোস্ট বসিয়ে ট্রাকটিকে (রেজিং নং- চুয়াডাঙ্গা-ট-১১-০০৪৭) চ্যালেঞ্জ করে ট্রাকের পেছনে ত্রিপল দিয়ে ঢাকা রোলার আকৃতির লোহার তৈরি ভারি মালামালের মাঝে কৌশলে লুকানো বিপুল পরিমাণ ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলগুলো চৌগাছা সীমান্ত এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে নেয়া হচ্ছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী জানিয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।