অবরুদ্ধ মুক্তিযোদ্ধার পরিবারটিকে রাস্তা দেয়া হলো
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চলাচলের জন্য রাস্তা খুলে দেয়া হয়েছে। গত বুধবার জাগো নিউজে ‘মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় ইটের দেয়াল’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে তিনদিন পর জেলা পরিষদের মাধ্যমে সেই দেয়াল ভেঙে রাস্তা বের করে দেয়া হয়। আগের সংবাদটি পড়ুন : মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় ইটের দেয়াল
রোববার বিকেলে উপজেলার সানিয়াজান ইউপি সদস্য দিদার আলী ও লালমনিরহাট জেলা পরিষদ সদস্য এরশাদ উল্লাহ সাকিল স্থানীয়দের নিয়ে ইটের দেয়ালটি ভেঙে দিয়ে ওই পরিবারটিকে চলাচলের রাস্তা বের করে দেন।

এ বিষয়ে এরশাদ উল্লাহ সাকিল বলেন, আপাতত মুক্তিযোদ্ধা পরিবারটিকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়েছে। কিছুদিনের মধ্যে আমরা বসে স্থায়ীভাবে এর সমাধান করবো।
তবে মুক্তিযোদ্ধার স্ত্রী মনোয়ারা খাতুন বলেন, যেটুকু রাস্তা দিয়েছে তা চলাচলে উপযোগী নয়। পুকুরের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হবে।

মুক্তিযোদ্ধ মোবারক আলীর বলেন, আমি বিশেষ কাজে ঢাকায় আছি। বাড়িতে গিয়ে আমার নিজস্ব জমির কাগজ বের করে আইনের মাধ্যমে চলাচলের রাস্তা বের করে নেব।
প্রসঙ্গত, উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের মৃত আ. সোবাহানের ছেলে ট্রাক ড্রাইভার বাহার আলী (৪৬) ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধ মোবারক আলীর বাড়ির সামনে ইটের দেয়াল দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এর ফলে পরিবারটি গত তিনদিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন মুক্তিযোদ্ধার ছেলে স্কুল শিক্ষক মনিরুজ্জামান মিলন।
রবিউল হাসান/এমএএস/জেআইএম