মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ভাতা বন্ধ, দ্বারে দ্বারে ঘুরছে পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেও মুক্তিযোদ্ধাদের তালিকায় ঠাঁই মেলেনি আনসার কমান্ডার ইয়াদ আলীর। ভাতার জন্য দুই বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছে তার পরিবার।

১৯৭১ সালের ১৭ এপ্রিল। বাংলাদেশের অস্থায়ী সরকার সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন ১২ আনছার সদস্য। তাদের কমান্ডার ছিলেন ইয়াদ আলী। এ সরকারের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়। এরপর কেটে গেছে ৪৭টি বছর। ইতিহাসের স্বাক্ষী এই ইয়াদ আলীর পরিবার ভাতা না পেয়ে এখন ঘুরছে বিভিন্ন দফতরে।

ইয়াদ আলীর স্ত্রী আকলিমা খাতুন জাগো নিউজকে জানান, ২০১৬ সালে মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকায় ভাতা বন্ধ করে দেয়া হয়। ২০০২ সালে তার স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছিলেন তিনি। ২০১০ সাল থেকে ৪৬৯ নং কোডের বিপরীতে ভাতা পেলেও এখন সেই কোডে ভাতা তুলছে অন্যজন। ফলে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন এই ৮৫ বছরের বৃদ্ধা।

অথচ দেশ স্বাধীনের পর অসংখ্য সম্মাননার পাশাপাশি ইয়াদ আলী পেয়েছেন প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি, ৫৭ শতক জমি, গাজীপুরের শফিপুরে রয়েছে আনছারদের ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড।

মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, একই কোডে ইয়াদ আলীসহ আর একজন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছিলেন। ২০০৬ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রাণালয়ের একটি সনদপত্র থাকলেও লাল মুক্তিবার্তা ও গেজেটে তার নাম না থাকায় মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেয়া হয়।

গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য আজীম উদ্দীন বলেন, ইয়াদ আলীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকা ও ভাতা বন্ধের বিষয়টি অত্যান্ত দুঃখজনক। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনিসহ তার সহযোদ্ধারা।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহমেদ বলেন, ইয়াদ আলী গার্ড অব অনার প্রদানকারী ১২ আনসার সদস্যদের কমান্ডার। তার ভাতা বন্ধের বিষয়টি জানা নেই। তবে এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ভাতা চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও লেখক রফিকুর রশিদ রিজভী বলেন, ইয়াদ আলী বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের নাম। তাকে নিয়ে বিতর্ক করা মানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা ।

জেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু সমাধানের জন্য দ্রুততম সময়ে তার ভাতা চালু ও গেজেট সংশোধনের ব্যবস্থা করা হবে।

আসিফ ইকবাল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।