চুয়াডাঙ্গায় জামায়াতের আমিরসহ আটক ৯
চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামের আমির আনোয়ার হক মালিক ও সেক্রেটারি অ্যাড. রুহুল আমিনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জের জামায়াত ইসলামের অফিস থেকে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় জামায়াতের অফিস থেকে ৫টি বোমা, ২টি কম্পিউটার, ডিস্ক ও বিপুল পরিমাণ জিহাদি বই জব্দ করে পুলিশ।
গ্রেফতার বাকিরা হলেন- জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা কমিটির সূরা সদস্য কাওয়েম উদ্দীন হিরক, শরীফ উদ্দীন, জব্বার উর রহমান, জীবননগর উপজেলা শিবিরের সভাপতি মাহফুজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির ও বাড়ি মালিক সুমন কবির।
পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই বাড়িতে ২০-২৫ জন গোপন বৈঠক করছে। গোপন সংবাদে এমন খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি ইউনিট রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামির আমির আনোয়ার হক মালিক ও সেক্রেটারি অ্যাড. রুহুল আমিনসহ ৯ জন।
পরে পুলিশ বাড়িটির বিভিন্ন কক্ষ তল্লাশি করে ৫টি বোমা, ২টি কম্পিউটার, ডিস্ক ও বিপুল পরিমাণ জিহাদি বই পুস্তক উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি