ইলিশ রক্ষায় রাজবাড়ীতে ছয় দিনে আটক ৩৭ জেলে
পদ্মা নদীর রাজবাড়ী অংশে চলমান মা ইলিশ রক্ষা অভিযানের ৬ দিনে ৩৭ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন বাজারগুলোতে ইলিশ বেচা-কেনা বন্ধ রয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের অভিযানে ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৬ দিনে পদ্মায় মাছ ধরার দায়ে জেলার ৩৭ জেলেকে আটক এবং ১৬৫ কেজি ইলিশ ও ২ লাখ ৪০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান জানান, চলমান ইলিশ রক্ষা কার্যক্রমে নদীতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এছাড়া বাজারগুলোতে ইলিশ ক্রয় বিক্রয় বিষয়ে অভিযান চালানো হচ্ছে। তাদের অভিযান অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এফএ/এমএস