রাঙ্গামাটিতে জেএসএসের দুই কর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

রাঙ্গামাটিতে যৌথবাহিনীর অভিযানে বিকি চাকমা (২৩) ও সঞ্জয় চাকমা (২৪) নামে দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাইবেল আদাম এলাকা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র বিভাগের সদস্যদের চিকিৎসা প্রদানের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছে যৌথ বাহিনী।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণের চিকিৎসা সেবার কাগজপত্র ও জেএসএস সশস্ত্র গ্রুপের কর্মীদের ও তাদের পরিবারের নামের তালিকা এবং বিভিন্ন ওষুধ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৌরজিৎ বড়ুয়া জানান, সেনাবাহিনী ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।