খালে বুয়েট শিক্ষার্থীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

বান্দরবানের থানচির দুর্গম রেমাক্রি নাফাখুম এলাকা থেকে আরিফুল ইসলাম ফাহিম (২৭) নামে বুয়েটের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার সকালে স্থানীয়রা রেমাক্রি-নাফাখুমের একটা খালের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রের বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল জানান, থানাচির দুর্গম রেমাক্রি থেকে নাফাকুম যেতে কয়েকটি খাল রয়েছে। এসব খালের উপর দড়ি ব্যবহার করে একপাশ থেকে অপরপাশে যেতে হয়। নাফাকুমে যাওয়া ছয় জনের ওই পর্যটক দলের মধ্যে আরিফুল ইসলাম গোসল করার জন্য খালের ওপরের দড়ি থেকে হঠাৎ লাফ দেয়। তার পরনে কোনো লাইফ জ্যাকেট ছিল না। তাই খালের অতিরিক্ত পানির স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন। সকাল ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য ওই দুর্গম এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

সৈকত দাশ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।