নিখোঁজের একমাস পর মিলল কৃষকের হাঁড়গোড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের এক মাস পাঁচ দিন পর জিয়ারুল ইসলাম জিয়া (৩৫) নামে এক কৃষকের গলিত অংশ ও হাঁড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে হাবিবপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাগান থেকে হাঁড়গোড়গুলো উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের ওপর অভিমান করে জিয়ারুল আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জিয়ারুলের পরিবার জানায়, উপজেলার হাবিবপুর গ্রামের পশ্চিমপাড়ার জিয়ারুল ইসলাম স্ত্রীর সঙ্গে ঝগড়া করে প্রায়ই লাপাত্তা হয়ে যেত এবং কিছুদিন পর আবার বাড়ি ফিরে আসতো। এক পর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি ছাড়ে। এরপর আর বাড়ি ফেরেনি। এদিকে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাবিবপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাগানের ভেতর থেকে হাঁড়গোড়, গলিশ অংশ এবং ছেড়া জামাকাপড় উদ্ধারের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে স্ত্রী শুকজান খাতুন স্বামী জিয়ারুল ইসলামের পরিধেয় জামাকাপড় বলে নিশ্চিত করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, জিয়া একমাস আগে বাড়ি ছাড়লেও এ বিষয়ে থানায় কোনো জিডি করা হয়নি। আমরা জিয়ার পরনে থাকা পোষাকের ছেড়া অংশ ও হাঁড়ের কয়েকটি টুকরা উদ্ধার করছি। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে জিয়া আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়েরসহ মৃত্যুর প্রকৃত কারণ জানতে উদ্ধারকৃত হাঁড় ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।