বউ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় বাবাকে খুন
জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতুড়ির আঘাতে মো. আবু সাইদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাইদ বগারচর ইউনিয়নের উঠানোরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ঘাতক ছেলে স্বপন মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার বিকালে স্বপনের স্ত্রী মমেনা বেগম বাড়ি থেকে বের হয়ে যায়। একই সঙ্গে স্বপন মিয়াও স্থানীয় বাজারে চলে যায়। বৃহস্পতিবার ভোরে বাড়িতে ফিরে স্ত্রীকে না দেখে বাবা আবু সাইদের কাছে জানতে চান তার স্ত্রী কোথায় গেছে। এ নিয়ে বাবা সঙ্গে স্বপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপন মিয়া হাতুড়ি দিয়ে তার বাবা আবু সাইদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক ছেলে স্বপন মিয়াকে আটক করেছে।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মো. আনোয়ারুল ইসলাম মিলন/আরএ/আরআইপি