চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:২০ পিএম, ২৩ অক্টোবর ২০১৮

নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারের পদত্যাগসহ চার দফা দাবিতে পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তরা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ ও জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। এ সময় বর্তমান নির্বাচন কমিশন পুর্নগঠনসহ বিভিন্ন দাবি জানান তারা।

Patuakhli

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী সিপিবর সভাপতি কমরেড মোতালেব মোল্লা, অ্যাডভোকেট জহিরুল আলম (সবুজ), কমরেড শাহবুদ্দিন আহমেদ, কমরেড সমীর কুমার প্রমুখ ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।