রংপুরেও ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুরে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোমবার বিকেলে এই মামলা করেন নগরীর মুলাটোল এলাকার বাসিন্দা মানবাধিকার কর্মী মিলি মায়া বেগম।
আদালত সূত্রে জানা গেছে, নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ৫০০/৫০৬ ও ৫০৯ ধারায় মামলাটি করা হয়। বাদীপক্ষে আইনজীবী আইনুল হোসেন আদালতে মামলাটি দাখিল করেন।
আইনজীবী আইনুল হোসেন জানান, আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা মামলাটি আমলে নিয়েছেন। আমরা মামলার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। এ বিষয়ে আদালত এখনো সিদ্ধান্ত জানায়নি।
জিতু কবীর/আরএআর/এমএস