অসংখ্য ক্ষত নিয়ে কাতরাচ্ছে শিশুটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৪ অক্টোবর ২০১৮

ফেনী সদর উপজেলার শর্শদীতে প্রিয়াংকা নামে ৫ বছরের এক শিশুর ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিশুটিকে কাঁদতে দেখে জোহরা নামে এক নারী হাসপাতালে ভর্তি করেন।

জোহরা আক্তার জানান, ওই দিন দুপুরে শর্শদী ইউনিয়নের গজারিয়া কান্দি এলাকার পাঠান বাড়ি সংলগ্ন একটি সড়কে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে কাঁদতে দেখে তাকে বাড়ি নিয়ে যান। পরে স্বামী জাহাঙ্গীর আলমের পরামর্শে তাকে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করান তারা।

মেয়েটি শুধু তার নাম প্রিয়াংকা ও মায়ের নাম শাহিনী বলতে পেরেছে। বর্তমানে শিশুটি হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে সে কোথায় কিভাবে নির্যাতনের শিকার হয়েছে সেটাও জানা যায়নি।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুল হাসান বলেন, শিশুটির শরীরে অসংখ্য পোড়া ক্ষত রয়েছে। তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।