বান্দরবানে শুরু হয়েছে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৪ অক্টোবর ২০১৮

বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বী মারমা সম্প্রদায় পালন করছেন ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎসব। তিন মাস বর্ষাব্রত শেষে আসে প্রবারণা পূর্ণিমা। এই দিনে বিহারগুলোতে থাকে বর্ণিল আয়োজন। ভগবান বুদ্ধের উদ্দেশ্যে টানা হয় রথ আর ওড়ানো হয় হরেক রকমের ফানুস।

মঙ্গলবার রাতে বান্দরবানের পুরাতন রাজার মাঠে ড্রাগনের আদলে তৈরি করা রথে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ আয়োজক কমিটির সদস্যরা। উদ্বোধন শেষে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আকাশে ওড়ানো হয় রং-বেরঙের ফানুশ। পরে আয়োজন করা হয় আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আদিবাসীরা তাদের নিজস্ব পোশাক পরিধান করে গান ও নাচ পরিবেশন করেন। আর এই অনুষ্ঠান উপভোগ করেন সর্বস্তরের মানুষ।

jagonews

উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মংমংচিং জানান, সকালে ধর্মদেশনা, ফুলপূজা, বিহারে আহার দান করা হবে আর সন্ধ্যায় পূণ্যলাভের আশায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুশ ওড়ানো হবে।

বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান সড়কের রথ প্রদক্ষিণ শেষে মধ্যরাতে বান্দরবানের সাঙ্গু নদীতে এই অনুষ্ঠানের ইতি টানা হবে।

সৈকত দাশ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।