মাদারীপুরে পিকআপ চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:০৭ এএম, ২৭ অক্টোবর ২০১৮

 

মাদারীপুরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর-শরিয়তপুর সড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- শরিয়তপুরের চর নিয়ামতপুর এলাকার কবির খান (৩৫) ও ফরিদপুরের নগরকান্দা এলাকার মেজবাহ হাফিজউল্লাহ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুরের মনোয়ারা থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে মাদারীপুর যাচ্ছিলেন মেজবাহ। মোটরসাইকেলটি মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান সেটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালক কবির এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ মারা যান। মেজবাহ হাফিজউল্লাহ ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল হক সরদার বলেন, ‘মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ এক ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে ঘাতক চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।’

এ কে এম নাসিরুল হক/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।