নেত্রকোণায় দুই যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৮ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

নেত্রকোণা জেলার পৌর শহর থেকে কলেজ শিক্ষার্থী তুষার সামন্ত ও মোহনগঞ্জ থেকে ছালেক মিয়া নামে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদের মধ্যে তুষার নেত্রকোণার মদন উপজেলার ব্রি-বরিকান্দি গ্রামের নির্মল সামন্তর ছেলে এবং ছালেক মোহনগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের নন্দু মিয়ার ছেলে।

শনিবার দুপুর ও রাতে পৃথক স্থান থেকে ঝুলন্ত মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নেত্রকোণা মডেল থানা এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান ও মো. শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, তুষার জেলা শহরের সাতপাই এলাকার ‘গ্রিন মেস’ নামে একটি ছাত্রাবাসে থেকে নেত্রকোণা সরকারি কলেজে পড়াশোনা করতেন। তার রুম থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ এসে তার ঘর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

অপরদিকে মোহনগঞ্জের ছালেক মাদক না পেয়ে বেশকিছুদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান সংশ্লিষ্ট দুই থানার ওসি।

কামাল হোসাইন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।