ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে শেরপুরে সমন জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৯ অক্টোবর ২০১৮

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় এবার শেরপুরের আদালতে সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

রোববার জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী বাদী হয়ে মামলাটি করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মামলাটি আমলে নিয়ে আগামী ২০ নভেম্বর বিবাদী ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। তাকে সহায়তা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ বেশ কয়েকজন আইনজীবী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর রাতে ৭১ টেলিভিশনের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানিসহ চরিত্রহননের অপচেষ্টা করা হয়েছে। তাই ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে আদালতে ওই মানহানি মামলা দায়ের করেছেন বাদী যুব মহিলা লীগ নেত্রী ফারহানা পারভীন মুন্নী।

হাকিম বাবুল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।