২২ দিনে শরীয়তপুরে ১১০৫ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

মা ইলিশ সংরক্ষণে গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করে সরকার। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে শরীয়তপুরে ইলিশ ধরেছে কিছু অসাধু জেলে।

তাদের প্রতিরোধ করতে মৎস্য বিভাগসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল শরীয়তপুর অংশের পদ্মা নদীতে। তবুও থেমে ছিল না ইলিশ ধরা।

মৎস্য বিভাগের অভিযানসহ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলায় এই ২২ দিনে এক হাজার ১০৫ জন জেলেকে আটক করা হয়েছে।

জেলা মৎস্য অফিসের ফিসারিজ সার্ভে অফিসার আবুল খায়ের জানান, ৭ অক্টোবর থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে শরীয়তপুরে এক হাজার ১০৫ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯২২ জেলেকে কারাদণ্ড, আর ১৮৩ জেলেকে জরিমানা করা হয়। এছাড়া ৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৭৫ লাখ ৯৮ হাজার ৯০০ মিটার জাল ও ২০ হাজার ৯৬৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও গরিবদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

তিনি জানান, নিষেধাজ্ঞার ২২দিনে ৩৯৫টি অভিযান ও ২১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৌরাগী বলেন, ইলিশ ধরা বন্ধ রাখতে মৎস্য বিভাগ প্রতিনিয়িত অভিযান চালিয়েছে। তারপরও কিছু অসাধু জেলে রাতের আঁধারে ইলিশ ধরার চেষ্টা করেছে। ২২ দিনে অভিযান চালিয়ে এক হাজার ১০৫ জন জেলেকে আটক করা হয়। এবার আইন অমান্যকারীদের জরিমানার চেয়ে কারাদণ্ডই বেশি দেয়া হয়েছে।

ছগির হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।