কাশবনে মিলল জেলের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে আবুল কালাম ফকির (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের কাউলিপাড়া চর এলাকায় একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম ফকির কাঁঠালবাড়ি এলাকার আমজাদ আলী ফকিরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে কাশবনের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত আবুল কালাম ফকির চর এলাকার বিভিন্ন খাল ও নদীতে দোয়াইর (চাঁই) পেতে মাছ ধরতো। তার বাম পায়ে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত কালাম ফকিরের স্ত্রী রাশিদা বেগম জানান, গতকাল রোববার সকাল ১০টার দিকে নাস্তা করে বাড়ি থেকে বের হন কালাম ফকির। সারাদিন ও রাতভর তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে এলাকার লোকজন কাশবনে মরদেহ দেখতে পেয়ে তাদের জানায়।

শিবচর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট শেষে মাদারীপুর মর্গে প্রেরণ করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।