ধরা পড়ছে প্রচুর ডিমওয়ালা ইলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

পিরোজপুরে নদীতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। প্রায় সব আকৃতির ইলিশের পেটে ডিম রয়েছে। জেলে ও মৎস্য কর্মকর্তাদের দাবি, প্রজনন মৌসুমের ২২ দিনে সব ইলিশ ডিম ছাড়তে পারেনি। তাই ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার গভীর রাত থেকে একযোগে নদীতে ইলিশ শিকারে নামেন জেলেরা। রাতেই তাদের জালে ধরা পড়ে প্রচুর ইলিশ।

সোমবার পিরোজপুর জেলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র ভান্ডারিয়ার মাছ বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা যেসব ইলিশ নিয়ে বাজারে এসেছেন তার মধ্যে অধিকাংশের পেটে ডিম।

একই দিন বিকেলে জেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, খুচরা মাছ বিক্রেতারা যেসব ইলিশ বিক্রি করতে এনেছেন তার ৯৫ শতাংশ মা ইলিশ। তবে ছোট মাছগুলোর পেটে ডিম নেই।

ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের জেলে বাদশা আকন বলেন, আমাদের জালে যেসব ইলিশ ধরা পড়েছে তা বড় আকারের। প্রায় সবগুলো মাছের পেটে ডিম রয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোট সাইজের ইলিশ ৩০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।

স্থানীয় মাদার্শী বাজারে ইলিশ কিনতে আসা মাদরাসার শিক্ষক মাওলানা জামাল হোসেন বলেন, ২২ দিন নিষেধাজ্ঞার পরও অধিকাংশ ইলিশের পেটে ডিম রয়েছে। আমার মনে হয় মা ইলিশ এখনো ডিম ছাড়তে পারেনি। তার আগে নিষেধাজ্ঞার সময় শেষ হয়ে গেছে। এভাবে চললে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন হবে কীভাবে?।

স্থানীয় ক্রেতা মো. সালেক বলেন, এক কেজি ইলিশ কিনেছি ৭০০ টাকায়। বড় মাছ। পেটে ডিম রয়েছে। বাজারের প্রায় সবগুলো ইলিশের পেটেই ডিম। পুরোপুরি ডিম ছাড়তে পারেনি মা ইলিশ। তার আগে ধরা পড়েছে। নিষেধাজ্ঞার সময় না বাড়ালে মা ইলিশ রক্ষায় সরকারের পদক্ষেপ কাজে আসবে না।

এ বিষয়ে পিরোজপুর জেলা মৎস্য অধিদফতরের মৎস্য খামার ব্যবস্থাপক তপন কুমার সাহা বলেন, আমরাও দেখেছি জেলেদের ধরা প্রায় সব ইলিশের পেটেই ডিম। কিন্তু আমাদের কিছুই করার নেই। কারণ নিষেধাজ্ঞার সময় শেষ।

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় আরও বাড়ানো প্রয়োজন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের বিভাগে বিষেশজ্ঞরা আছেন। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রতিবছর ২০ দিন থেকে ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ করা হয়। এ বছর ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম ঘোষণা করে সরকার। এ সময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

হাসান মামুন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।