হত্যার পর মুখে বিষ ঢাললেন স্বামী ও শ্বশুর শাশুড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১০:৫৯ এএম, ০২ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জোসনা বেগম (২২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামীসহ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

নিহত জোসনা ওই এলাকার হাবিবুর রহমান হাবীবের স্ত্রী। আটকরা হলেন- নিহতের স্বামী হাবিবুর রহমান হাবীব ও তার বাবা-মা।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় জোসনাকে বেধড়ক মারপিট করেন তার স্বামী হাবীব ও তার বাবা-মা। মারপিটের এক পর্যায়ে তার মৃত্যু হলে মুখে বিষ ঢেলে দেন হাবীবরা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা হাবিব ও তার বাবা-মাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সন্দেহজনকভাবে তাদের আটক করে নিয়ে যায়।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটা নিশ্চিত হতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।